রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

কথা আছে শুনে যাও.25 ( পঁচিশ )--
--------------------------------------------------
হৃদয় কাটার ছুরিটা অনেক পুরোনো ,
মরচে.ধরা , ভোঁতা |
বারবার খুঁচিয়ে তবেই না হদিস মিলবে
প্রত্যাশিত হৃদয়ের |
ক্লান্ত ব্যথারা রক্ত হয়ে ঝরবে |

কোন্ শাইলক্ তুমি ?
বুড়ো আঙুল নয় ,
নাক নয় , কান নয় ,
এমন কি তীক্ষ্ণ তরতাজা মগজও নয় !
ওই পেলব হৃদয়ের মাংসই
তোমার " ফেভারিট ডিশ " !!
কত আউন্স চাই ?
তোমার ভোঁতা ছুরিতে শান তোলার গান বাজে |
এক পোঁচ.
"তোমার দেহের কস্তুরী গন্ধে আমি মাতোয়ারা ..."
ওটা কস্তুরী নয় , বিষ |
প্রয়োজনে ঢেলে দেবো তোমার ঘুমন্ত কানে |
দুই পোঁচ.
" চলোনা হারিয়ে যাই এই জন.সমুদ্র পেরিয়ে ..."
কোন আগুন সমুদ্রে আমকে ফেলতে চাও ?
উল্টোটা করে দিতে পারি প্রয়োজনে |
তিন পোঁচ.
" আমায় তুমি বিশ্বাস করতে পারো , নন্দিনী ..."
মরণ !!
শান দিতে থাকো নব্য শাইলক্ |
আর ঘা যদি মারতেই হয়.
" সাবধান !
আমি এ কালের পোর্শিয়া বলছি.
এক ফোঁটা যেন না হয় রক্তপাত " ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন