কবির কলমে
হাজারো কলম গর্জে উঠুক
হাজারো কবিতা বর্ষণের ---
এক কলমেই ঘায়েল হয়ে ফোঁস করিস !!
বিশ্ব-জোড়া কবির আসন ,
ক'টা কলমের খোঁজ রাখিস ----
এতো নয় কোন নতুন আঘাত জানিস সবই !!
ইতিহাস জানে , কতটা রক্ত
নীরবে ঢেলেছে মানুষের কবি ---
তরবারি থেকে বেয়নেট হয়ে হানলি শূল !!
রক্তলেখায় কবিতা হয়েছে ,
"দিতে হবে তোকে ভুলের মাশুল" ----
রাতের আঁধারে বাক্স-খেলার ভোলবদল !!
কবির কলমে ভোরের সূর্য ,
ভয় পেয়ে গেলি নেকড়ের দল ----
তোদের পেছনে স্বার্থান্বেষী গুটিকয়েক !!
কবির সঙ্গে আম-জনতা
কবিতার কথা বুঝে তো দেখ ----
তলোয়ার আর বারুদ কেবল জমিয়েছিস !!
তুলি-কলমের শাণিত আঘাতে
তোদের মৃত্যু জেনে রাখিস ।।
--------------------------
মধুমিতা নাথ