রবিবার, ১৫ জুলাই, ২০১৮

কবিতা

হিমা

--------------------------------------------

দেশপ্রেম কি , আমি তা বুঝিনা

প্রান্তিক সীমানায় আমি রাইফেল হাতে বিনিদ্র রাত জাগিনা
মিছিলে হাঁটি না আমি , শ্লোগান দিই না কখনো
দেশের দশের জন্য তোমাদের মতো ভাবি না
দেশপ্রেম কাকে বলে আমি তা জানি না

ধানক্ষেতে আলপথ বেয়ে ধাবমান ঘূর্ণি আমি
এক্কাদোক্কা দলে নেই , নেই কোনো পুতুলের বিয়ে
আমার রেসের মাঠ কাদা-জলে মাখামাখি ,
 ফুটবলে পা , সাথী সব কিশোরের দল
সেই থেকে খেলাঘরে আমি বেমানান
পুতুল-সংসার আমি গড়ি না

বাবা চষে ধান , মাঠভরা গান
চাষীবধূ মা আমার জানে না তো
ট্র্যাক কাকে বলে
মুখে হাসি চোখে জল , বলে কি না
"টেলিভিশনে আসবি তো তুই ?"
মা'কে আমি বুঝাতেই পারি না

আমি দেশপ্রেম বুঝি না
শুধু গতি চাই আরও দ্রুতগতি
উঁচুতে দাঁড়িয়ে দেখি তরঙ্গায়িত তেরঙ্গা উড্ডীন
মাভৈ মাভৈ আজন্মলালিত উদ্বেলিত সুর 
জয় হে জয় হে জয় হে ...
আমি গাইতে জানি না

স্থাণু , স্থিতধী আমি
নির্বাক নিশ্চল নামচা বারওয়া আরেক
দু'চোখে স্বপ্নেরা 
ধরলা , করতোয়া ,সুবর্নসিঁড়ি ,আত্রাই 
অবশেষে ব্রহ্মপুত্রে মেশে
দ্য ওল্ড ম্যান রিভার ...

এ বাঁধভাঙা জোয়ারের স্রোত
এ আবেগমথিত অশ্রুধার
ছোট ছোট নিশ্বাসে সুগভীর বিশ্বাস
একে কি দেশপ্রেম বলে ? 
আমি তা জানি না ...

** উৎসর্গ
ছবি সৌজন্য : গুগল

মধুমিতা নাথ
14/07/2018

মঙ্গলবার, ১ মে, ২০১৮

রূপনগর সংবাদ --- ৭৫ (অমোঘ)

-----------------------------------------------

উদ্ধত আমি
আগুন-সম্ভবা প্রসব-ব্যথাতুর সময় ,
অবশ্যম্ভাবী চন্দ্রাকর্ষে বারবার জেগে উঠি
জোয়ারের মতো ,
সম্ভ্রমী দৃষ্টি , কিশোরী ছন্দ
আর ফাল্গুনী ঘ্রাণে ভরপুর

বংশানুক্রমে পাওয়া লৌহ-কঠিন হাতে
ছেঁড়া কাঁথায় দাসত্বের স্বপ্ন বুনে চলি
ভয়ার্ত রাত শেষে আধ-ভাঙা সকালে
আবারও জেগেছি জুরী , ধলাই হয়ে
ফেনীর চরে

তুমি চেয়েছিলে ভাঙাচোরা এক 'আমি'---
আনত শির অবনত চোখ
নিঃশব্দ অশ্রুপাত , শিরদাঁড়ায় ধনুক-অবয়ব , আত্মার আর্তনাদ ---
আমার অনাচ্ছাদিত হেঁসেলের মাটি খুঁড়ে খুঁড়ে হয়রান তুমি
খুঁজেছ স্বর্ণসম্ভার
মলিন শয্যায় প্রসারিত ক্লান্ত জঙ্ঘায়
করেছ হীরকের সন্ধান

আমার প্রতি মুহূর্ত বেঁচে থাকায় হতাশ তুমি ,
আহত হয়েছো আমার উচ্ছল যৌনতায়
ময়ূরী বিভঙ্গ ভুলে যাওয়া আমার সর্পিল ফনায়
তুমি হতবিহ্বল

কালচক্রে ----- অমোঘ পরিহাস !
তোমারই কলমে রচিত হয় আমার ইতিহাস ,
ছুঁড়ে দাও তোমার অক্ষয় তূণে সঞ্চিত
তীব্র শব্দবাণ
শরশয্যায় ঠাঁই নেবো ইচ্ছামৃত্যু অপেক্ষায় ,
চাবুক দৃষ্টিতে হৃদপিন্ড চিরে দেখো এখনও তাজা লাল ,
কদর্য ঘৃণামিশ্রিত পানপাত্র তুলে দাও
আমার শুষ্ক ঠোঁটে
আমি নীলকন্ঠ হই ,
আমার ঘুণধরা অঙ্গ-প্রত্যঙ্গ কেটেকুটে
প্লাস্টিক ব্যাগে পুরে ছুঁড়ে ফেলো
পুঁতিগন্ধময় ডাস্টবিনে
কালো অক্ষরে রচিত হোক
আবারও বিকৃত ইতিহাস ...

অতঃপর ----
তোমারই অজান্তে বেঁচে যাবো আমি
দাসত্বের এন্টিক-পিস
তোমার সর্বনাশ !
তোমারই সর্বনাশ !!

         ---------------//--------------

মধুমিতা নাথ
১লা মে , ২০১৮ ইং
আগরতলা , ত্রিপুরা