রবিবার, ৩১ মার্চ, ২০১৯

দীঘলবাঁকের উপাখ্যান --- ২

মধুমিতা নাথ


একটা কবিতা লিখব বলে রাতদিন অক্ষর জড়ো করি , 

অক্ষর ভেঙে মহাশূন্যে জোড়াতালি অক্ষর-প্রাসাদ গড়ি 

খাঁজে খাঁজে গুঁজে দিই কসমেটিক প্রলেপের রঙিন বর্ণমালা


বৃক্ষের ছাল ছাড়িয়ে দেখি অন্দরে কতটা সবুজ এখনো লুকোনো সঞ্চয়

সারি সারি পসরার ভিড় ঘেঁটে তুলে আনি দুর্লভ পারিজাত , 

ম্রিয়মান স্বর্গীয় আভা মেখে কবি নামধারী আমি আদতে আনাড়ি


কিনেছি জলের দরে আক্রোশ তার ,মায়ের শুকনো স্তন চুষে যে উলঙ্গ শিশু আধো ঘুম আধো জাগরণে কঁকিয়ে ওঠে,শীর্ণ দীর্ণ মায়ের চুপ চুপ স্বর --- সো যা বেটা,নাহি তো গব্বর আ যায়গা ...



মিথ ঘেঁটে তুলে আনি ইভ-সত্তার ফুলঝুরি উপকথা,পথে যেতে লিলিথের গুণমুগ্ধ আমি কবিতা ভুলে ডাইনির প্রেমে মজে থাকি

অক্ষরে অক্ষরে ঠোকাঠুকি , ফুলকি ঝরে কোনো ভাবী প্রমিথিউসের প্রত্যাশায়


বহুদিন , বহুকাল অপেক্ষা তোমার জন্য হে পরাক্রম , তোমার তেজদীপ্ত মহিমায়

অপরিণামদর্শী জ্ঞানে করে দিও ক্ষমা


পরিপূর্ণ হোক আসন নবরত্ন সভার

এ জন্মে কবি হওয়া হলো না আমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন