রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

কথা আছে শুনে যাও.21(একুশ)-----
--------------------------------------------------------
দুর্দন্ড প্রতাপাদিত্য প্রপিতামহ
রাজা.সুলভ প্রজা দরদী |
রুক্ষ মাটির বুকে ,
ক্লান্ত চাষীর উলংগ পিঠে
প্রজাপিতার দগ্ দগে প্রজা প্রেম |
বন্ধুজন রসিকা.সুরাসক্ত |
বেল ফুল গন্ধে মাতাল দরবারী কানাড়া.
সঁইয়া...!! !!

সুরসিক পিতার খেয়ালী সুপুত্তুর
আলস্য.বিনোদন.রস টইটুম্বুর !
জগত জোড়া জাগতিক প্রেম |
আকন্ঠ ষর্ষেফুল মাঠে ,
বন্ধুজন গুন্ গুনে ড্রোন্ !!
পার্শিক গোবরে.পদ্ম পিতা , মৃদুভাষী |
অবলোকনে.পর্যবেক্ষণে.জ্ঞানাণ্বেষণে ,
অবশেষে আরোহণে... |
উদার.কৃপণ | গদগদ পরিমিত বন্ধুজনে ||
বর্তমানের চলমান.
কারণে অকারণে খুশির কারণে
বিদ্রূপ জর্জরিত , জবুথবু জড়োসড়ো |
কিংকর্তব্যবিমূঢ় !!
আছে আছে , নাই নাই বন্ধুজন যত |
গলা.চেরা সুর বাজে.
"'আমাকে আমার মতো থাকতে দাও..." !!
ভাবী প্রজন্ম.
ভোঁ.কাট্টা হাওয়ার তোড়ে |
স্বপ্ন.দেখা বন্ধু.মিছিলে উদাত্ত উত্তাপ !
হুজুগে ! মাত্রাধিক অর্বাচীন !
নাকি বদ্ধ উন্মাদ !!
------------------------
মধুমিতা নাথ
কথা আছে শুনে যাও.24 (চব্বিশ )---
--------------------------------------------------
উপদ্রব হওয়া অভিশাপ বই কিছু তো নয় !
জেনেছি প্রয়োজন শেষ তোর |
ধোঁয়া ওঠা চেলাকাঠের নিবু নিবু আগুনে ,
ফুসফুস খুঁড়ে আনা অকৃপণ নিঃশ্বাস |
মজবুত বক্ষ.পঞ্জর জুড়ে.
স্বপ্ন.রঙিন নিঃশ্বাস |
প্রশ্বাসে গেছে কতো বিষ বায়ু !
লক্ লকে শিখা উদ্ধত প্রজ্জ্বলনে |
দিগন্তে উদ্ভাসিত সাতরঙ |
ভয় ভয় রুগ্ন শীর্ণ নিঃশ্বাস |
পাঁজর জুড়ে হাপরের বেঢপ ছন্দ ,
গলিত স্রোতে ঠাণ্ডা শিরা উপশিরা |
দলা পাকানো ধোঁয়ার কুন্ডলী.
নীলকন্ঠ !!
প্রয়োজন ফুরোলে উপদ্রব বই কিছু তো নয় !
নিঃশ্বাস জুড়ে শুধু অভিশাপ ||
কথা আছে শুনে যাও.25 ( পঁচিশ )--
--------------------------------------------------
হৃদয় কাটার ছুরিটা অনেক পুরোনো ,
মরচে.ধরা , ভোঁতা |
বারবার খুঁচিয়ে তবেই না হদিস মিলবে
প্রত্যাশিত হৃদয়ের |
ক্লান্ত ব্যথারা রক্ত হয়ে ঝরবে |

কোন্ শাইলক্ তুমি ?
বুড়ো আঙুল নয় ,
নাক নয় , কান নয় ,
এমন কি তীক্ষ্ণ তরতাজা মগজও নয় !
ওই পেলব হৃদয়ের মাংসই
তোমার " ফেভারিট ডিশ " !!
কত আউন্স চাই ?
তোমার ভোঁতা ছুরিতে শান তোলার গান বাজে |
এক পোঁচ.
"তোমার দেহের কস্তুরী গন্ধে আমি মাতোয়ারা ..."
ওটা কস্তুরী নয় , বিষ |
প্রয়োজনে ঢেলে দেবো তোমার ঘুমন্ত কানে |
দুই পোঁচ.
" চলোনা হারিয়ে যাই এই জন.সমুদ্র পেরিয়ে ..."
কোন আগুন সমুদ্রে আমকে ফেলতে চাও ?
উল্টোটা করে দিতে পারি প্রয়োজনে |
তিন পোঁচ.
" আমায় তুমি বিশ্বাস করতে পারো , নন্দিনী ..."
মরণ !!
শান দিতে থাকো নব্য শাইলক্ |
আর ঘা যদি মারতেই হয়.
" সাবধান !
আমি এ কালের পোর্শিয়া বলছি.
এক ফোঁটা যেন না হয় রক্তপাত " ||