রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

কথা আছে শুনে যাও.24 (চব্বিশ )---
--------------------------------------------------
উপদ্রব হওয়া অভিশাপ বই কিছু তো নয় !
জেনেছি প্রয়োজন শেষ তোর |
ধোঁয়া ওঠা চেলাকাঠের নিবু নিবু আগুনে ,
ফুসফুস খুঁড়ে আনা অকৃপণ নিঃশ্বাস |
মজবুত বক্ষ.পঞ্জর জুড়ে.
স্বপ্ন.রঙিন নিঃশ্বাস |
প্রশ্বাসে গেছে কতো বিষ বায়ু !
লক্ লকে শিখা উদ্ধত প্রজ্জ্বলনে |
দিগন্তে উদ্ভাসিত সাতরঙ |
ভয় ভয় রুগ্ন শীর্ণ নিঃশ্বাস |
পাঁজর জুড়ে হাপরের বেঢপ ছন্দ ,
গলিত স্রোতে ঠাণ্ডা শিরা উপশিরা |
দলা পাকানো ধোঁয়ার কুন্ডলী.
নীলকন্ঠ !!
প্রয়োজন ফুরোলে উপদ্রব বই কিছু তো নয় !
নিঃশ্বাস জুড়ে শুধু অভিশাপ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন