রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

কথা আছে শুনে যাও.21(একুশ)-----
--------------------------------------------------------
দুর্দন্ড প্রতাপাদিত্য প্রপিতামহ
রাজা.সুলভ প্রজা দরদী |
রুক্ষ মাটির বুকে ,
ক্লান্ত চাষীর উলংগ পিঠে
প্রজাপিতার দগ্ দগে প্রজা প্রেম |
বন্ধুজন রসিকা.সুরাসক্ত |
বেল ফুল গন্ধে মাতাল দরবারী কানাড়া.
সঁইয়া...!! !!

সুরসিক পিতার খেয়ালী সুপুত্তুর
আলস্য.বিনোদন.রস টইটুম্বুর !
জগত জোড়া জাগতিক প্রেম |
আকন্ঠ ষর্ষেফুল মাঠে ,
বন্ধুজন গুন্ গুনে ড্রোন্ !!
পার্শিক গোবরে.পদ্ম পিতা , মৃদুভাষী |
অবলোকনে.পর্যবেক্ষণে.জ্ঞানাণ্বেষণে ,
অবশেষে আরোহণে... |
উদার.কৃপণ | গদগদ পরিমিত বন্ধুজনে ||
বর্তমানের চলমান.
কারণে অকারণে খুশির কারণে
বিদ্রূপ জর্জরিত , জবুথবু জড়োসড়ো |
কিংকর্তব্যবিমূঢ় !!
আছে আছে , নাই নাই বন্ধুজন যত |
গলা.চেরা সুর বাজে.
"'আমাকে আমার মতো থাকতে দাও..." !!
ভাবী প্রজন্ম.
ভোঁ.কাট্টা হাওয়ার তোড়ে |
স্বপ্ন.দেখা বন্ধু.মিছিলে উদাত্ত উত্তাপ !
হুজুগে ! মাত্রাধিক অর্বাচীন !
নাকি বদ্ধ উন্মাদ !!
------------------------
মধুমিতা নাথ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন