বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

অসময়

অসময়


ঐ বাপ -----
নাহি সুনলি বটেক
ইত্তবার কইরে তুকে চিল্লা চিল্লা কে ডেইকেছিলুম
নিসুত খাঁ খাঁ মাঠের বুড়া বটগাছটায় পক্ষীগুলান ঝটপটাইছিলস মুর মত ----
হাত পাওগুলান ইক সময় অসার হই গেলস ...

ঐ বাপ -----
তু মুকে ইত্ত নাজুক কিনে বানাইছিলিস !
গতরে তুর মতো মর্দাঙ্গি নাহি দিলিস ,
জনম দিলি , বেইচে থাকার জুর নাহি দিলি গ ...

ভাইকে ভইষের দুধ পিলাইছিস ,
ফুটবল খিলাইছিস , কুস্তি আখড়ায় পঠাইছিলিস ...
মুর লাগি তুর ঘরে দুধ নাহি ছিলস !
মুই ফুটবল খেলতে চেইয়েছিলুম ,
কুস্তি ভি লড়তে সাধ ছিলস গ
নাহি দিলি বটেক , বুললি ----
"ইটা মাইয়া মাইনষের কাম নাহি আছে" ....

ঐ বাপ ----
তু মুকে বেটা বুইলেছিলিস ,
লেকিন বেটা নাহি বানাইছিলিস !
ভগবান ভি মুকে বিটি বনাইল
তু ভি মুকে বিটি বনাইয়ে রাখলি গ ...

ঐ বাপ -----
তু জানিস ন
বিটি হওয়া বড় দুখ আছে রে
ই হমার গতর আজ হমার শত্তুর হইল বটেক !
তু নাহি দেখলি , তুর বিটির চুখে জল নাহি ছিল ,
আগুন ছিল রে ----- আগুন !
কত্ত খুন ঝইরে গেলো ,
দাগ আভি ভি নাহি মিলাইল ...

ঐ শকুনটা যখন বুকের মাংস খুবলেছিলস ,
মুই কান্দি নাই
মুর বুকে বাতাস আটকে ছিলস
শেষবার তুকেই ডেইকেছিলুম

ঐ বাপ ------
কিনে নাহি সুনলি ,
মুই কি দূষ কইরেছিলুম !
শুধু ত ভালো বেইসেছিলুম , ভরোসা কইরেছিলুম ...
যেমন তুকে কইরেছিলুম
মুই নাহি বুইঝেছিলুম রে
ঐ শয়তানটার মর্দাঙ্গিতে কুনু দরদ নাহি ছিল !
কিবল বিষ ছিলস গ ---- বিষ ...

ঐ বাপ -----
মুর নিথর গালে ইকবার তুর আদর বুলাই দে
তুর শেষ আদর ,
আর ছকল বাপগুলানরে বুইলে দে ----
"বিটিয়া কো ভি মরদ জেইসে বনাও , মুকাবিলা সিখাও ,
লড়তে সিখাও , বেঘোরে মরতে নাহি , বাঁচতে সিখাও ..."।।

                 ----------------//-----------------

উৎসর্গ : আমার শহর ধর্মনগর কে ----

মধুমিতা নাথ
29/03/2017

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

কুমেরু বসন্ত

পৃথিবীর কোনো প্রান্তে এক কুমেরু
সুষুম্নাকাণ্ডে প্রবাহিত নীল স্রোত
গভীরতর নীল সঙ্গমে ,

কঠিন স্বচ্ছ সাদা মাঠে নিঃশব্দ খুঁজে
কালির আঁচড় কাটা অংকুরিত কবিতা-গাছ ,
মধ্যরাতে ----
ভ্যানগগ্ সূর্যমুখীর সূর্যোদয় বিলাপ আহত বাতাসে
বসন্ত ব্যস্ততায় নাইটিংগেল কোকিলেরা
অন্য মেরু-মরু জুড়ে

রেসের ঘোড়ার খুরে খুরে অতীত
ধূসর চোখে শুধু বিনীত নিঃশব্দ জেদ।
আত্মসর্বস্ব চটুল যৌবন একদিন
মনে মনে অসংখ্য উপকার করেছিলো পৃথিবীর

অদ্ভুত মানবিক বিশৃঙ্খলার মাকড়সা জালে তুমি
জানতেই না
কুমেরু জয়ে কতটা কঠিন হৃদয় চাই ---

হাজারো হিমস্নান সেরে
থেকে যেতে পারো অবিকল অবয়বে
স্পন্দনহীন বদ্ধ নিঃশ্বাসে ---
চিরন্তন চেতন ফসিল।।

       -----////----
মধুমিতা নাথ

রবিবার, ৫ মার্চ, ২০১৭

প্রসব



ঘুমন্ত শহরের মধ্যরাতে ব্যথার তীব্রতা বাড়ে
থেকে থেকে ক্লান্ত ঝিমুনি
পূর্ণ গর্ভবতীর মতো ,
কতো 'ডেল' ব্যথা হলে মুক্তি মেলে ডক্টর ?

যন্ত্রণায় কুঁচকে যাওয়া চোখের কোণে বাষ্প জমে
দলা পাকানো কষ্ট আটকে দেয় অনুচ্চারিত শব্দ
মন আর মননের দ্বান্দ্বিক লড়াই ,
লড়াই চলে ----
অনাগত সকাল যে চাই

তুমি তো শল্য-পারদর্শী , ডক্টর !
তোমার শান-ঘষা ছুরি-কাঁচির ধারটুকু আমায় ধার দেবে ?
হেসো না ডক্টর ---
তোমার ব্যঙ্গ-বিদ্রূপ কিছুই আমি দেখবনা এখন

জানি ---- এ স্বপ্ন তোমার নয়
            এ কথাও তোমার নয়
ব্যথা-সুখ-রাগ-অনুরাগ কিছুই তোমার নয়
তাই কষ্টটুকুও তোমার নয়।
তবুও কেবল তোমারই হাতে মুক্তি অপেক্ষায় ---
রাতভোর সয়ে যাওয়া ,
ব'য়ে যাওয়া ব্যথার বিসুভিয়াস

তারও পর ---
শিশু-সূর্য যখন চোখ মেলে
আলোকিত শল্য-আগার
ছুরির ফলায় নাচে রক্ত মাতন ,
ছুঁচ ফোটানো কষ্টেরাও
কান্না ভুলে থাকে আপাতত

তোমার এই নিষ্ঠুরতাটুকু
আমার সৃষ্টির তাগিদেই ডক্টর !
আমার মাতৃত্বেই তোমার অহংকার ---
তোমারই প্রথম স্পর্শ-ধন্য
আমার আত্মজ ---- কবিতা !!
         ---------//----------
মধুমিতা নাথ

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

রেজারেকশন

                                                    RESURRECTION
                                                -------------------------
                                                  Madhumita Nath


                            TRANSLATED BY Parthapratim Acharya
                        from original Bengali poem ( রেজারেকশন্ ) by Madhumita Nath


                     The stony soil is unfurled.
                     Love ‘s resurrection!
                     Even the lovelorn
                      yearning of the cuckoo
                      Through its tearing throat
                        Mingled with the ether, echoing , resonating.
                        Floating in the abyss of time
                        Strong, skilled spark
                        Of the beeping radar in brain
                        Let loose in bleeding song.
                        Shuddering of the heart…
                        Trajectory?-RUPNAGAR.
                        Rainbow, sensational droplets
                        From the sky, a dreamy flight!
                        Light pressure of fingers
                       Creates the playhouse of colourful letters.
                        Arrows of venomous- asking
                        Dazzled- deer-thriving
                        Black and white pictures
                        Become grilled in untimely senility
                       Time and again.
                       Krishnachura –clad spring
                       Plays tarana in the sur saptaka
                       Hush! Listening to the tune of heart…
                       Sweet adoration!
                         Touching the wet lips .Even now the esthesis
                         Of teen-aged outbursts of eternal spring
                         My resurrected love.
                           ----------------//-------------