বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

অসময়

অসময়


ঐ বাপ -----
নাহি সুনলি বটেক
ইত্তবার কইরে তুকে চিল্লা চিল্লা কে ডেইকেছিলুম
নিসুত খাঁ খাঁ মাঠের বুড়া বটগাছটায় পক্ষীগুলান ঝটপটাইছিলস মুর মত ----
হাত পাওগুলান ইক সময় অসার হই গেলস ...

ঐ বাপ -----
তু মুকে ইত্ত নাজুক কিনে বানাইছিলিস !
গতরে তুর মতো মর্দাঙ্গি নাহি দিলিস ,
জনম দিলি , বেইচে থাকার জুর নাহি দিলি গ ...

ভাইকে ভইষের দুধ পিলাইছিস ,
ফুটবল খিলাইছিস , কুস্তি আখড়ায় পঠাইছিলিস ...
মুর লাগি তুর ঘরে দুধ নাহি ছিলস !
মুই ফুটবল খেলতে চেইয়েছিলুম ,
কুস্তি ভি লড়তে সাধ ছিলস গ
নাহি দিলি বটেক , বুললি ----
"ইটা মাইয়া মাইনষের কাম নাহি আছে" ....

ঐ বাপ ----
তু মুকে বেটা বুইলেছিলিস ,
লেকিন বেটা নাহি বানাইছিলিস !
ভগবান ভি মুকে বিটি বনাইল
তু ভি মুকে বিটি বনাইয়ে রাখলি গ ...

ঐ বাপ -----
তু জানিস ন
বিটি হওয়া বড় দুখ আছে রে
ই হমার গতর আজ হমার শত্তুর হইল বটেক !
তু নাহি দেখলি , তুর বিটির চুখে জল নাহি ছিল ,
আগুন ছিল রে ----- আগুন !
কত্ত খুন ঝইরে গেলো ,
দাগ আভি ভি নাহি মিলাইল ...

ঐ শকুনটা যখন বুকের মাংস খুবলেছিলস ,
মুই কান্দি নাই
মুর বুকে বাতাস আটকে ছিলস
শেষবার তুকেই ডেইকেছিলুম

ঐ বাপ ------
কিনে নাহি সুনলি ,
মুই কি দূষ কইরেছিলুম !
শুধু ত ভালো বেইসেছিলুম , ভরোসা কইরেছিলুম ...
যেমন তুকে কইরেছিলুম
মুই নাহি বুইঝেছিলুম রে
ঐ শয়তানটার মর্দাঙ্গিতে কুনু দরদ নাহি ছিল !
কিবল বিষ ছিলস গ ---- বিষ ...

ঐ বাপ -----
মুর নিথর গালে ইকবার তুর আদর বুলাই দে
তুর শেষ আদর ,
আর ছকল বাপগুলানরে বুইলে দে ----
"বিটিয়া কো ভি মরদ জেইসে বনাও , মুকাবিলা সিখাও ,
লড়তে সিখাও , বেঘোরে মরতে নাহি , বাঁচতে সিখাও ..."।।

                 ----------------//-----------------

উৎসর্গ : আমার শহর ধর্মনগর কে ----

মধুমিতা নাথ
29/03/2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন