বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

দীঘল বাঁকের উপাখ্যান ---- ৮

------------------------------------------

(সনেট)

যে দেশে পাশাখেলায় পণ থাকে আপন ভার্য্যা

যে দেশে অন্ধ রাজার সভাগৃহে ঋতুমতী কামিনী; পঞ্চস্বামী সম্মুখে আব্রু লুকাতে দৈবে করে নির্ভর,

অমিতবিক্রমী দুর্জনের উদ্ধত নগ্ন জঙ্ঘা যেখানে কলুষিত আহবান রাখে নারী বিজয়ের ---

নিশ্চুপ নতমস্তকে ভীত সব প্রাজ্ঞ সভাসদ


যে দেশে সতীত্ব প্রমাণে রাজরাণী সমর্পিতা অগ্নিবেদীতে , প্রজা তুষ্টিতে রাজাদেশে গর্ভবতী রাজ্ঞী পরিত্যক্তা রাজগৃহ থেকে , শান্তির খোঁজে ফিরে চলে মাতা বসুন্ধরার স্নেহসিঞ্চিত আঁচলে


যে দেশে দেবরাজ ধর্ষণে শাপগ্রস্ত পাষাণ-প্রতিমা বহুকাল প্রতীক্ষারত দিব্যপদস্পর্শ কামনায়


ওরে কলিজার ধন , অমূল্য রতন , সর্বংসহা কন্যা আমার , জন্ম যেন না হয় তোর সেই পোড়া দেশে


                ---------------------------


©মধুমিতা নাথ

19/06/2019

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন