দীঘলবাঁকের উপাখ্যান --- ৫
----------------------------------------
হৃদয়বাবুকে কোথায় পাওয়া যাবে ?
খুব প্রয়োজন , কথা আছে তার সঙ্গে
বুকের বাঁ দিকে অতিপাতি খুঁজে পাওয়া গেল রক্ত সঞ্চালন কারখানা , অনেক অলিগলি বারান্দা ঘুলঘুলি অফিস ঘর যন্ত্রপাতি , হৃদয়বাবু ওখানে আদৌ বসেন কিনা কে জানে!
সঠিক ঠিকানা মিলল না
কিন্তু ভীষণ প্রয়োজন , কথা আছে তার সঙ্গে
আনুমানিক হদিস --- মস্তিষ্ক ডিপার্টমেন্টে খোঁজ নিলে পাওয়া যেতে পারে হয়তো
এ যে আরেক জটিল হ্যাপা !
এত এত সরু গলি , চোরা কুঠুরী
এদিক ওদিক চারাগাছ , ভাঙা টব , ছড়ানো ছিটানো মাটি , অসংখ্য বীজ ছড়িয়ে আছে ...
এখানে কি চাষ হয় ! না কি হৃদয়বাবুর বাগান করার শখ আছে !
সূক্ষ্ম তারজালি আর অস্বচ্ছ কাঁচের দেয়ালের ওপাশটায় ধোঁয়াটে
কেউ একজন ডেস্কটপে স্থির , উদাসীন
তিনিই কি হৃদয়বাবু ?
কিন্তু ঐ প্রকোষ্ঠে প্রবেশ পথ কোনটা ?
দেখা করা ভীষণ প্রয়োজন , কথা আছে তার সঙ্গে
হ্যালো , শুনছেন ? এই যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। অনেকদিন ধরে খুঁজছি আপনাকে , ভীষণ প্রয়োজন ...
আ মলো যা ! নিজের কথা নিজের কানে বাজে , কম্পিউটারাইজড ভয়েস !
কাঁচের ঘেরাটোপের বাইরে আমি
হরিদাস পাল অপেক্ষা করছি
আর থেকে থেকে চেঁচিয়ে যাচ্ছি কখন তিনি ফিরে দেখবেন আমাকে , কাছে ডাকবেন , কথা বলবেন
ভীষণ ভীষণ কিছু প্রয়োজনীয় কথা
---------------
মধুমিতা নাথ
02/06/2019
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন