দীঘল বাঁকের উপাখ্যান ---- ৪
(একটি ঝড়ের পূর্বাভাস এবং ...)
----------------------------------------------
এখনো আড্ডা হয় ...
চায়ের টেবিলের ঝড় দিক পাল্টে সামাজিক মাধ্যমে এলোপাথাড়ি ছুটতে থাকলে
নিরাপদ আশ্রয়ে কাঁচের জানালায় চোখ রেখে কেউ কেউ ঝড়কে দেখে
কোনো এক টিনের চালা উড়ে যেতেও পারে ঘূর্ণির সাথে আপাতত ঠিকানা ছাড়া
ঝড় আসবে , পূর্বাভাস তাই বলে
চালার কাঠামোতে মজবুতি যাচাইয়ের চোখ ফেরে সংশয়ে
এইবার টিঁকে গেলে সামনের বোশেখে দুটো একটা নতুন টিন , হয়ে যেতেও পারে
কাঁচের শার্সি ঝকঝকে হয়ে উঠে ঝড় দেখার প্রত্যাশায়
ঝড় খুব সাহসী হয় , বাহবা কুড়োয় নিরাপদ জানালার
আচ্ছা , ঝড় কি কাঁচের জানালা গুঁড়িয়ে দেয়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন