বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

দীঘল বাঁকের উপাখ্যান ---- ৭

------------------------------------------


নোটন নোটন পায়রাগুলি

ঝুটন যে আর বাঁধছে না

নদীর পারে ছেলেমেয়ে

নাইতে বুঝি নামছে না !


লাগামছাড়া , শূন্যে উড়া

বেহুঁশ কবুতরের ছা'

ভুলছে মাটি , ক্ষুদের বাটি

রোদ ছড়ানো উঠোনটা


নদীর পারে ঝোপের আড়ে

প্লাস্টিক ব্যাগ , জমছে স্তুপ

শুকনো নদী সমবৎসর

ভর শ্রাবনে করাল রূপ


সাঁতার-স্কুলের ছেলেমেয়ে

দীঘির জলে ভিড় করে

স্নান সেরে নেয় কলের নিচে

বালতি মগে স্নানঘরে


সবাই দেখে , কেউ বুঝে না

নোটন নোটন বোলের তাল

ঝুটন বাঁধার পায়রাগুলি

দিক ভুলে সব বেসামাল


দাদার হাতে কলম ছিল

লেখতে আখর যোগান নাই

তাইতো কলম ছুঁড়ছে দাদা

উফঃ লেগেছে ! বড্ড তাই


হেই দাদা তুই ছুঁড়িস না আর,

লিখ কবিতা , কলম ধর

বাঁধতে ঝুটন নোটন নোটন

সব কবুতর জড়ো কর


          --------------------------------


©মধুমিতা নাথ

19/06/2019

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন