দীঘলবাঁকের উপাখ্যান ---৬
---------------------------------------
উষ্ণ আবাস,শুকনো বাতাস গ্রীষ্ম যখন বারো মাস
খুব যে গরম,বাজার চরম,পুড়ছে মাটি নরম ঘাস
অতীত পাতায় পাওনি বুঝি এমনধারা গরম স্রোত !
যেদিন গেছে সুদিন গেছে ! মনভুলানো মিথ্যে স্তোক
বীজ বুনেছে ভাগের কৃষক,ধার করা সার,সেচের জল
প্রত্যাশা তার ষোল আনা , দু'আনা নেই হাড়ের বল
কালচে মাটি , বন্ধ্যা জমি দাবানলের চড়কি নাচ
গলায় দড়ি দিচ্ছে চাষী,ছড়িয়ে দিয়ে আগুন আঁচ
কলুর বলদ ছুটছে যারা,সামনে বুঝি দিগন্ত !
জ্বলন্ত এক আগুনপিন্ড , সূর্য তবু নিভন্ত
কলম হাতে ছুটছে কবি,লিখছে প্রেমের কাব্য-শ্লোক
কিশোরবেলার ছাইচাপা গান , অভিমানের বন্য শোক
হেই কবি তোর কলম থামা
ছিটিয়ে কালি বর্ষা নামা
পারিস যদি করিস ঝামা
পুড়িয়ে গায়ের ছেঁড়া জামা
বুকের ভেতর নেই ফাগুন
অশ্রু কোথায় ? সব আগুন
অপেক্ষমান হাজার চোখ
তোর কলমেই শ্রাবণ হোক
©মধুমিতা নাথ
14/06/2019
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন